• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩২ ভোর ০৪:৫০:২৪ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

অবশেষে বার্সার বিপক্ষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ

২৭ অক্টোবর ২০২৫ সকাল ১১:২২:৫৮

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ।

Ad

দলের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম।

Ad
Ad

এই জয়ের মাধ্যমে বার্সেলোনার বিপক্ষে টানা চার ম্যাচের হার কাটিয়ে পুনরায় জয়ের ধারায় ফিরল লস ব্লাঙ্কোসরা।

Ad

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। ২২তম মিনিটে বেলিংহ্যামের নিখুঁত পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে ৩৮তম মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

বিরতিতে যাওয়ার আগে ৪৩তম মিনিটে বেলিংহ্যামের দারুণ এক শটে আবারও লিড নেয় রিয়াল মাদ্রিদ। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

বিরতির পরও খেলার গতি কমেনি। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে তার শট ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক ভয়চেখ শেজনি।

শেষদিকে উত্তেজনা আরও বাড়ে। যখন বার্সার পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর দুই দলের বেঞ্চে সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে। যেখানে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র ও বার্সার লামিন ইয়ামালও জড়িয়ে পড়েন।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। চলতি মৌসুমে এটি রিয়ালের ১২তম জয়। একমাত্র পরাজয় এসেছে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার ৩য় হার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাতে ঢাকায় বজ্রপাত ও বৃষ্টির আভাস
২৯ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩২:৪৩


সংবাদ ছবি
গাইবান্ধায় ট্রাক্টরের চাপায় বৃদ্ধার মৃত্যু
২৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:০৪




সংবাদ ছবি
মোল্লাহাটে মাদকসহ যুবক আটক
২৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:৪৮




Follow Us