নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর রোববার স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের স্টেপনী গ্রিন ফুটবল মাঠে উৎসব আমেজের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে ট্রাইব্রেকারে চ্যানেল এস’কে ৪-৩ গোলে হারিয়ে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। এতে লন্ডনে বসবাসরত সাংবাদিকদের ৬টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় এবং প্রেসিডেন্ট মো. জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
এসময় আনোয়ার আলদীন বলেন, ফুটবল আমাদের ঐতিহ্য। ফুটবলের সাথে মিশে আছে আমাদের আবেগ-নস্টালজিক ভালোবাসা, নিবিড় আবিষ্টতা। কালের পরিক্রমার নানা অভিঘাতে এই জনপ্রিয় খেলাকে অপাংক্তেয় করে দেওয়া হয়েছে। মাতামাতি হচ্ছে ক্রিকেট নিয়ে। বাংলাদেশে তরুণ প্রজন্মের নজর ক্রিকেটের দিকে। ফুটবল ক্রমশ নানা কারণে কৌলিন্য হারাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কিলোমিটার দূরে এসে বাংলাদেশের জনপ্রিয় খেলাটি উপভোগ করলাম। এখানে হারিয়ে যাওয়া মোহামেডানকে পেলাম। অন্য দলগুলোর নৈপুণ্য দেখলাম মুগ্ধ হয়ে।
টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন এবং শাহিদুর রহমান সুহেল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জাকির হোসেন কয়েস। ম্যান অব দ্য ম্যাস ফাইনাল হয়েছেন আব্দুস সোবহান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available