• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১১:৩৩:১২ (21-Nov-2025)
  • - ৩৩° সে:

মিস ইউনিভার্সের মুকুট উঠল ফাতিমার মাথায়

২১ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:২৭:০৯

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় এবার সব আলো কেড়ে নিলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানিয়েছিলেন যিনি, সেই ফাতিমা বশই জিতে নিলেন বিশ্ব সৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মান।

Ad

২১ নভেম্বর শুক্রবার (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বাকি সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন।

Ad
Ad

ফাইনালের কয়েকদিন আগে আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা ‘ডাম্বহেড’-এর মতো অপ্রত্যাশিত মন্তব্য শুনেছিলেন। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি, বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তার এই দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনায় আসে। সহ-প্রতিযোগী এবং নেটিজেনদের সংহতি ও সমর্থনে তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসিত হন।

ফাইনালের মঞ্চে, বিশেষ করে নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে তার উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। তার এই আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তেই হলজুড়ে বিপুল করতালি কুড়ায় এবং প্রমাণ করে দেয় যে, প্রতিবাদ শুধু সাহস নয়, জয়ের পথও তৈরি করে।

এই বছর রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড। অন্যদিকে, ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায় উঠল বহুল কাঙ্ক্ষিত মিস ইউনিভার্সের মুকুট। এটি মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো এই শিরোপা জয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৫৩

সংবাদ ছবি
ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে যাা জানা গেল
২১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৩৬

সংবাদ ছবি
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:২৭


Follow Us