• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:০২:১৩ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

এবার কীসের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরীমণি

১ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৬:৫৯

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: স্পষ্টভাষী, প্রাণচঞ্চল আর স্বাধীনচেতা স্বভাবের জন্য বরাবরই আলোচনায় থাকেন ঢালিউডের গ্ল্যামার অভিনেত্রী পরীমণি। রিল থেকে রিয়েল-দুই জীবনের নানা সমালোচনাকে উপেক্ষা করে তিনি এখন দর্শকের কাছে একজন সংগ্রামী নারী, সফল উদ্যোক্তা ও মমতাময়ী মা হিসেবে পরিচিত।

Ad

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাড়িকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আবারও আলোচনায় পরীমণি। রুচিশীল শাড়ি আর ঐতিহ্যবাহী সাজে নানা অনুষ্ঠানে নজর কাড়া এই নায়িকা লিখেছেন, “আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।”

Ad
Ad

মজার ছলে বিশেষ দ্রষ্টব্যও জুড়ে দিয়ে পরীমণি লিখেন, “যে ফেল করবা, সে আমাকে সিলেট ঘুরতে নিয়ে যাবা।” তার এমন ঘোষণা মুহূর্তেই ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক সাড়া। বহু অনুসারী মন্তব্য করে চ্যালেঞ্জে অংশ নেওয়ার আগ্রহ জানাচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি পরীমণি এখন সফল উদ্যোক্তাও। নারী ও শিশুদের জন্য চালু করেছেন নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’। ব্র্যান্ডটিকে তিনি কেবল ব্যবসায়িক উদ্যোগ হিসেবে নয়, বরং ‘সন্তানসম’ আবেগের জায়গা থেকেও দেখেন।

পরীমণি নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দেয় নতুন কিছু করতে। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।”

শুধু ব্যবসা নয়, গর্ভবতী মা ও নবজাতকের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ তিনি। প্রতি তিন মাস পরপর ‘বডি’র সেলের একটি অংশ সুবিধাবঞ্চিত মা-শিশুদের জন্য বরাদ্দ রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা, সচেতনতা ও সহায়তা কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে।

এদিকে, পরীমণির বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি চুক্তিবদ্ধ হয়েছেন ‘গোলাপ’ নামের নতুন সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন নিরব হোসাইন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
১ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৭:০৬


সংবাদ ছবি
এবার কীসের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরীমণি
১ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৬:৫৯









Follow Us