বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জনপ্রিয়তার দিক দিয়ে দেশের অন্যতম শীর্ষ অভিনেত্রী তিনি। আর তাই দুই দেশেই সমান সংখ্যক দর্শকের ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কলকাতার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জয়া। সেখানেই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে আলাপকালে বাংলাদেশ নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বিরক্তি প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?’
বিনোদন দুনিয়া কি এখন একেবারেই অনুসরণকারীর সংখ্যা নির্ভর? এ প্রশ্নে জয়া দৃঢ়ভাবে বলেন,‘আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীদের উপরে নির্ভর করে না। পরিচালকের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দ নির্ধারিত হয়। কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়।’
তবে প্রযোজনা সংস্থাগুলো নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে ফলোয়ার সংখ্যা বিবেচনায় নিচ্ছে—এই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। জয়ার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। ফলে ছবির নায়িকা যদি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হন, তাহলে সিনেমার বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায়।
অভিনয়ের প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন জয়া। তার ভাষায়, ‘কয়েক মিনিটের ভিডিওতে কনটেন্ট ক্রিয়েটররা যে অভিনয় করছেন, সেটাই হয়তো সেরা মনে হচ্ছে। কিন্তু সিনেমায় অভিনয় করতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি ছাড়া সত্যিকারের অভিনেত্রী হওয়া সম্ভব নয়।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available