• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:১১:১৯ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ওইমেক্স ইলেকট্রোড লি. এর কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

১৭ নভেম্বর ২০২৫ দুপুর ০২:২৫:৩৭

সংবাদ ছবি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের সকল কর্মচারীরা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন পালন করেন। কর্মচারীদের শতাধিক মানুষ এতে অংশ নেন।

Ad

১৭ নভেম্বর সোমবার সকাল ১০টা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত ব্যানার–প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মচারীরা স্লোগানে মুখরিত করে তোলেন এলাকায়।

Ad
Ad

ওইমেক্স ইলেকট্রোড লি. এর এডমিন ম্যানেজার মো. আবু নছর বলেন, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

ওইমেক্স ইলেকট্রোড লি. এর কাঁচা মাল সরবরাহকারী প্রতিষ্ঠানের শোহানুর রহমান সুজন বলেন, আমি ওইমেক্স কোম্পানির কাছে দেড় কোটি টাকা পাব, এই টাকা পরিশোধ না করা পর্যন্ত কোন মালামাল এখান থেকে নিয়ে যেতে দিব না।  

ওইমেক্স ইলেকট্রোড লি. এর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের পাওনা না বুঝিয়ে দেওয়া পর্যন্ত ফ্যাক্টরি থেকে কোন মালামাল নিয়ে যেতে দিব না।


কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণঙ অনিয়ম, বেতন–ভাতাসহ বিভিন্ন পাওনা পরিশোধে প্রসংঙ্গে উল্লেখ করেন তারা।


কর্মচারীরা দাবি করেন


১. প্রতিষ্ঠানের সকল স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের নামে আনতে হবে।

২. সকল প্রকার টাকা পাচার বন্ধ করে প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে।

৩. ওইমেক্স ইলেকট্রোড লি. এর টাকা পাচারকারী ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৪. প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাঁচামাল সরবরাহকারীদের বকেয়া বিল দ্রুত পরিশোধ করতে হবে।

৫. সকল কর্মচারীর বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে এবং চাকরির নিশ্চয়তা দিতে হবে।

বিক্ষোভকারীরা জানান, দাবিগুলো মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
১৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৬:৪০






Follow Us