দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৩ ডিসেম্বর শনিবার সকালে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।


র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবা বিভাগের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নূরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীন আলম, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক জহির মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সমাজসেবামূলক কার্যক্রমের বিকল্প নেই। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available