• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩২ রাত ১১:০৮:২৯ (01-Nov-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪৪:০৪

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

Ad

১ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে শহরের জেলা প্রশাসকের কার্যালয় হতে সমন্বিত কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

Ad
Ad

র‍্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সমবায়ী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসনের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহনাজ সুলতানা এবং জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌসী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী।এছাড়াও আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদকসহ অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “সমবায়ের মাধ্যমে সমাজে সাম্য, ঐক্য ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সমবায় কার্যক্রমে যুক্ত হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।”

বক্তারা বলেন, সমবায় হলো আত্মনির্ভরতার প্রতীক। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতি ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠানে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ স্লোগানে মুখরিত ছিল মানিকগঞ্জ জেলা প্রশাসন ও সমবায় কার্যালয় প্রাঙ্গণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us