মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

১৯ জানুয়ারি সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন কার্যক্রম ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিভাগীয় কমিশনার বলেন, আমরা এ বিভাগে একই ধরনের নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চাই। ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারেন এবং প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হয় সে লক্ষ্যে প্রশাসন প্রস্তুতিমূলক সভা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। অন্য জেলার তুলনায় চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের প্রস্তুতি ভালো রয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিক ভাইদের কাছেও আমাদের বিশেষ অনুরোধ জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে আপনারা ভূমিকা রাখবেন। আমরা সবাই মিলে একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন এ বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ও দায়িত্বশীল।
নির্বাচন পদ্ধতি সম্পর্কে তিনি জানান, এবারের নির্বাচনে দুই ধরনের ব্যালট ব্যবহার করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট ব্যবহৃত হবে। গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’ এই দুটি অপশন থাকবে, যেখানে নির্ধারিত স্থানে সিল প্রদান করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। এছাড়াও পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available