• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:১৬ (11-Dec-2025)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে সমাজসেবা অফিস যেন মোটরসাইকেল গ্যারেজ

১১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৩১:১৬

সংবাদ ছবি

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে এসে সাধারণ মানুষ পড়ছেন বিব্রতকর অবস্থায়। অভিযোগ উঠেছে কার্যালয়ের ভেতরেই লাল রংয়ের একটি মোটরসাইকেল রেখে দীর্ঘদিন ধরে অফিস করছেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। ছোট একটি কক্ষে মোটরসাইকেল রাখায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সেবা গ্রহীতারা।

Ad

সম্প্রতি কার্যালয়ের ভেতরে মোটরসাইকেল রেখে ওই কর্মকর্তার অফিস করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ছবিতে দেখা যায়, অফিসের ডেস্ক ও চেয়ার থেকে সামান্য দূরত্বেই রাখা রয়েছে মোটরসাইকেলটি। নেটিজেনরা নানা মন্তব্য করে এমন ঘটনার নিন্দা জানান।

Ad
Ad

স্থানীয় সূত্র জানায়, শুধু মোটরসাইকেল রাখা নয় সহকারী সমাজসেবা কর্মকর্তা হয়েও তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে নিয়মিত অফিস করেন। এ নিয়ে কার্যালয়ের ভেতরে অসন্তোষ রয়েছে।

স্থানীয়রা বলছেন, একটি সরকারি অফিসে এমন অনিয়ম ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে সেবা নিতে এসে মানুষ বারবার অপমানিত ও বিরক্ত হচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে আসা আজমল খান জানান, অফিস কক্ষের ভিতরে মোটরসাইকেলের রাখার বিষয়টি জানতে চাইলে সহকারী সমাজ সেবা কর্মকর্তা আমার সাথে দুর্ব্যবহার করেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এখানে মোটরসাইকেল রাখলে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনারা সাংবাদিকরা নিউজ করেন। একই সাথে তিনি স্বীকার করেন যে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে তিনি অফিস করেন।

এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিক হোসেন বলেন, অফিস কক্ষের ভিতর মোটরসাইকেল না রাখতে তাকে কয়েকবার নিষেধ করেছি, কিন্তু তিনি কথা শোনেননি। আর আমি না থাকলে আমার চেয়ারে বসে অফিস পরিচালনা করেন এ কাজটিও তার করার কথা নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণী লেখক
১১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:৫৩

সংবাদ ছবি
মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
১১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২২:৪৬

সংবাদ ছবি
তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
১১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৬:২০

সংবাদ ছবি
তফসিল ঘোষণার পর জামায়াতের প্রতিক্রিয়া
১১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১২:০৭




সংবাদ ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
১১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:০৩

সংবাদ ছবি
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
১১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৫৫

সংবাদ ছবি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন ইসি
১১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:২২


Follow Us