• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:৫৫ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজাপুরে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

১২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৬:১৪

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে রেহেনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আরিফ খলিফার বিরুদ্ধে।

Ad

১২ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার সাংগর গ্রামে স্ত্রীর মরদেহ তার পিতার বাড়িতে রেখে পালিয়ে যায় স্বামী আরিফ। এর আগে ঢাকার কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় বৃহস্পতিবার বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আরিফ উপজেলার চটিখোলা এলাকার মান্নান খলিফার ছেলে।

Ad
Ad

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে রেহেনার সঙ্গে আরিফের বিয়ে হয়। আরিফ ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি বাসায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন এবং রেহেনা সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

রেহেনার বাবা শহিদ হাওলাদার ও ভাই সাব্বির জানান, পারিবারিক কলহের জেরে রেহেনাকে নির্যাতন করে হত্যার পর অসুস্থতার নাটক সাজানো হয়েছে। শুক্রবার ভোরে মরদেহ সাংগর গ্রামে নিয়ে আসার পর পরিবার তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে স্বামী আরিফ ও তার সঙ্গে আসা আত্মীয়রা দ্রুত সটকে পড়েন।

রেহেনার মামা শাহিন আকন জানান, বৃহস্পতিবার বিকেলে ফোনে জানানো হয় রেহেনা অসুস্থ। তিনি বাসায় গিয়ে রেহেনাকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারকে হাসপাতালে নিতে বলা হলেও কিছুক্ষণ পরই আবার তাকে বাসায় ডাকেন আরিফ।

শাহিনের দাবি, বাসায় গিয়ে তিনি বিষয়টি রহস্যজনক মনে করেন এবং রেহেনার শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ আরও বেড়ে যায়। শুক্রবার সকালে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনরা আঘাতের চিহ্ন দেখে মৃত্যুর কারণ জানতে চাইলে আরিফসহ তার আত্মীয়রা বাড়ি থেকে পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:০৪

সংবাদ ছবি
গুলিবিদ্ধ ওসমান হাদী, প্রতিবাদে উত্তাল বেরোবি
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:১৯



সংবাদ ছবি
রাজাপুরে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
১২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৬:১৪




সংবাদ ছবি
হোমনায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
১২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩১:১৬


Follow Us