• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩২ রাত ১১:১১:১৮ (01-Nov-2025)
  • - ৩৩° সে:

রামপালে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২১:৫৩

সংবাদ ছবি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

Ad

১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়।

Ad
Ad

সমবায় কর্মকর্তা এস.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্ত মো. শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, লায়লা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, সমবায় হচ্ছে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করে তুললে দেশের সাম্য, উন্নয়ন ও টেকসই অগ্রগতি সম্ভব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us