ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর সেক্টরের আওতাধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর সোমবার ফুলবাড়ী উপজেলার আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি আয়োজন করা হয়।


এতে সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি গুরুত্বপূর্ণ মানবিক ভূমিকা পালন করছে।’
তিনি আরও বলেন, ‘দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে থাকবে। এরই অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available