• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:০৬ (13-Nov-2025)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে সাইকেল ও হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

১৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:১০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে “উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা” এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উচ্ছ্বসিত হয়েছে।

Ad

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ দেয়া হয়।

Ad
Ad

শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, উপজেলাব্যাপী ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম স্থান অধিকারী ৭১ জনকে সাইকেল ও ২৫১ জনকে ব্যাগ বিতরণ করা হয়। এছাড়াও সমাজে দুঃস্থ অসহায় ২৭ জনকে হুইলচেয়ার এবং দরিদ্র ২২ উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসক সংস্কার হওয়া শিল্পকলা একাডেমি ভবন ও টেনিস কমপ্লেক্স ভবনের উব্ধোধন করেন।

সদ্য যোগদানকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান এসব উপহার তুলে দেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সাইকেল বিতরণ কার্যক্রম।

সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিস থেকে নকল ফিড জব্দ
১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:০৫



সংবাদ ছবি
ঈশ্বরদীতে নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ
১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২০:১৬






Follow Us