সাভার প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচীকে কেন্দ্র করে কোন প্রকার নাশকতা এড়াতে ঢাকার প্রবেশপথ আমিনবাজার, আশুলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।


১৭ নভেম্বর সকালে সরেজমিনে সাভারের আমিনবাজার এলাকা ঘুরে দেখা যায়, গতকালের মত আজও সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে সকাল থেকে এই তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চেকপোস্ট থেকে ঢাকামুখী বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন গণপরিবহন থামিয়ে নাগরিকদের ব্যাগপত্র তল্লাশী করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এসময় কারো কারো কাছে তাদের গন্তব্য ও কোথা থেকে তারা এসেছেন সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তবে চেকপোস্ট থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) ফয়সাল আলম বলেন, গতকাল থেকেই
আমাদের এক চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেবিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে
রয়েছি।
এদিকে সকাল থেকে সাভারের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় আজ সড়কে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন চলাচল তুলনামূলক অনেকটা কম। গণপরিবহন কম থাকায় এক্ষেত্রে সকালে অফিসগামী যাত্রীদেরও কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
সাভারের পাকিজা এলাকায় গণপরিবহনের জন্য অপেক্ষারত সেলিম আহমেদ বলেন, সড়কে গণপরিবহন আজ বেশ কম। মিরপুরে যাবো
কিন্তু বেশ কিছুক্ষণ যাবত অপেক্ষা করছি কিন্তু বাস পাচ্ছি না।
এদিকে সড়কে গণপরিবহন সংকট থাকার পাশাপাশি যাত্রীদের চাপও তুলনামূলক কম বলে জানিয়েছেন বিভিন্ন পরিবহন স্টাফরা।
সাভারের পাকিজা মোড় এলাকায় যাত্রীর জন্য অপেক্ষারত পাঠাও মোটরসাইকেল চালক মো. হাসান আমীন বলেন, সকাল ৭ টায় বের হয়েছি, এখন ১০ টা বাজে। এখনো কোন যাত্রী পাইনি।
শরীফ হোসেন নামে আরেক পাঠাও চালক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ
করছে। যার কারনে যাত্রী কম। সকাল থেকে এখনো কোন যাত্রী পাইনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available