ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: আগামী বছরের (২০২৬) মার্চ থেকেই রাজধানী ঢাকার সাথে পাবনার সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার এই সহকারী।


তিনি জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে কিছু কোচ সংকট রয়েছে। তবে খুব সীমিত সময়ের মধ্যেই এ সংকট কাটিয়ে উঠবে রেলওয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ থেকেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি সম্পন্ন করা হবে।
দেশজুড়ে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য— উল্লেখ করে শেখ মঈনুদ্দিন বলেন, প্রতিটি জেলার সংযোগকারী মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পুরনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
ঈশ্বরদী রেলগেটে দীর্ঘদিনের যানজট নিরসনে ওভারপাস নির্মাণের প্রতিশ্রুতিও দেন বিশেষ সহকারী।
৮ ডিসেম্বর সোমবার ঈশ্বরদীতে এসে পৌঁছান শেখ মঈনুদ্দিন। ৯ ডিসেম্বর মঙ্গলবার তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং তার ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত পাকশী নর্থ বেঙ্গল পেপারমিল স্কুল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন এবং পশ্চিমাঞ্চল রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available