লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর শনিবার দুপুরে রায়পুর পৌর শহরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহাপুর জামে মসজিদের খতিব ও চাটখিল জামেয়া উসমানিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালিয়া মাদ্রাসাতুদ দাওয়ার প্রিন্সিপাল মুফতি নুরুদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির মুহতামিম হাফেজ ইমরান হোসেন, শিক্ষক মোহাম্মদ সজল, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইলিয়াস, হাফেজ ইয়াসিন ও হাফেজ ওমর ফারুক।
অনুষ্ঠানে বিশজন হাফেজকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষা প্রতিষ্ঠানের কয়জন শিক্ষার্থীকে সবক দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available