বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালিতে অংশ নিয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পৌর শহরে আনন্দ র্যালি চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।


নিহত শাহজাহান চৌধুরী বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য এবং জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরে এক আনন্দ র্যালির আয়োজন করেন। র্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকালে হঠাৎ শাহজাহান চৌধুরী অসুস্থ বোধ করেন এবং এক পর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এই আকস্মিক মৃত্যুতে উপজেলা বিএনপিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার বলেন, ‘আমরা রাজপথের একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও নির্ভীক কর্মীকে হারালাম। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মনজুরুল ইসলাম মনজু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available