• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৬:০৭ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

হাচানিয়া এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

৫ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৬:১৪

হাচানিয়া এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: ঐতিহ্য ও গৌরবের ৩৫ বছর পূর্তি উপলক্ষে হাচানিয়া এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়, যা স্মৃতি, ঐতিহ্য ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী  ড. এম এ কাইয়ুম। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন মেম্বার। এতে সভাপতিত্ব করেন হাজী আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন প্রমুখ।  

Ad
Ad

অনুষ্ঠানটি পরিচালনা করেন আহবায়ক হাজী জাকির হোসেন। তাঁর সাথে দায়িত্ব পালন করেন যুগ্ম আহবায়ক সোহেল আরমান, সদস্য সচিব মো. নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালমান ফারাবী, সহ-সদস্য সচিব কাঞ্জুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখেন সাকলাইন মিলন, মো. সাব্বির হোসেন, আব্দুল মুমিম, মো. তামিম হোসেন, জুবায়ের তানজিল, মো. আরিফ রাসুল, মো. রমজান আলী, মো. রাকিব, মো. আব্দুল্লাহ, মাহফুজ, রেদওয়ানুল ইসলাম রাফিদ, হামিদুল হক, মেহেদি হাসান রাতুলসহ আরও অনেকে।

রোববার সকাল ৯টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র‍্যালি, স্মৃতিচারণ, পিঠা উৎসব এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের শেষ পর্বে র‍্যাফেল ড্র ও কাওয়ালি সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাদ্রাসার শিক্ষক মির্জা আজিজুর রহমান।

পুনর্মিলনী উপলক্ষে ‘অদম্য হাচানিয়া’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বিশেষ আগ্রহ ও প্রশংসা কুড়ায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us