• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ সকাল ১০:৪৮:১৬ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

অনুমতি না মেলায় ঢাকা আসছেন না জাকির নায়েক

৭ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৮:৪৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না বিশিষ্ট ইসলামী আলোচক ডা. জাকির নায়েক। সরকার থেকে অনুমতি না মেলায় এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এ তথ্য জানায়।

Ad
Ad

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানায়, তারা আশাবাদী যে নির্বাচনের পরে জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়ার অনুমতি মিলবে। জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল সংস্থাটি।

এদিকে গত ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন। তবে নির্বাচনের আগে নয়।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা গত ৪-৫ বছর ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে আসছি।

বহু চেষ্টার পর ২০২৫ সালের ৩১ জুলাই ডা. নায়েক নিজের পক্ষ থেকে বাংলাদেশ সফর ও লেকচার প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে লিখিত সম্মতি দেন।

এতে আরও বলা হয়, ‘এরপর আমরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় অনুমতির জন্য আনুষ্ঠানিক আবেদন করি। অনুমোদন পাওয়ার পর আমরা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করি। এর মধ্যে পাঁচতারা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং, প্রোডাকশনসহ অন্যান্য অপরিহার্য খাতে কোটি কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, হঠাৎ করেই গত ৪ নভেম্বর কিছু সংবাদে দেখা যায়, বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৭:৩৮



সংবাদ ছবি
আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩৪:৩৮


সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ তিনজন গ্রেফতার
৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:২৯:৩৫




সংবাদ ছবি
খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা
৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৭:২৬


Follow Us