নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ ডিসেম্বর বুধবার সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রমপুরী নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। নরসিংদী থেকে তাকে ধরা হয় বলে জানানো হয়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে গ্রেফতারের পর জিএমপির কাছে হস্তান্তর করা হয়।
গেল কয়েকদিন ধরেই নিজের ফেসবুক পেজে গণমাধ্যমে হামলার পক্ষে নানা যুক্তি উপস্থাপন করে আসছিলেন বিক্রমপুরী। সম্প্রতি তিনি ওসমান হাদির হত্যাকারীকে ধরতে না পারায় পুলিশকে ব্যঙ্গ করে পোস্ট করেন। আরেক পোস্টে তিনি বলেছেন, 'বলল, গান ম্যান লাগবে? বললাম, ম্যানের উপর আস্থা নেই। শুধু গান হলেই চলবে।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available