উত্তরা প্রতিনিধি : উত্তরা সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শুক্রবার উত্তরা ১২ নম্বর সেক্টরের পার্কে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।


রজত জয়ন্তী অনুষ্ঠানে সোসাইটির প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান উপলক্ষে পুরো ১২ নম্বর সেক্টর এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
এই অনুষ্ঠানে রূপায়ণ সিটি উত্তরা অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ১২ নং সেক্টর কর্তৃপক্ষ রূপায়ণ সিটি উত্তরাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।
রূপায়ণ গ্রুপের ডিরেক্টর, মার্কেটিং জনাব অমিত চক্রবর্ত্তী বলেন, “রূপায়ণ সিটি উত্তরা সবসময় কমিউনিটি লিভিং এবং কমিউনিটি রিলেশনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। উত্তরা ১২ নম্বর সেক্টর আমাদের সম্মানিত প্রতিবেশী, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের আবাসস্থল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”
রূপায়ণ সিটি উত্তরার সিইও জনাব এম. মাহবুবুর রহমান বলেন, “আমরা সবসময়ই বাসিন্দা, কমিউনিটি এবং সমাজের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। উত্তরা সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটির এই স্বীকৃতি আমাদের জন্য গৌরবের।”
অনুষ্ঠানটি কমিউনিটির বন্ধন, সহযোগিতা ও সম্মিলিত অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available