• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৫৩:৫২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল

৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায়, যে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না ঢাকা জেলা জামায়াতে আমির মাওলানা মো. দেলোয়ার হোসন বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্রে কোনো সন্ত্রাস থাকবে না, সে রাষ্ট্রে আমাদের মা বোনরা সমাজে মাথা উঁচু করে চলবে, আগামী ২০২৬ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঢাকা- ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলামকে বিপুল ভোটে বিজয় করতে হবে।

Ad

এ সময় তিনি আরও বলেন, জামায়াত ইসলামী নেতৃত্বে ইসলামী সমমননা দলের যে পাঁচ দফা দাবিতে আন্দোলন চলছে, সরকারকে সে পাঁচ দফা দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

Ad
Ad

তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে সে অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান আপনাদের কাছে নেই বলে জানান এই নেতা।

তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। খালেদা জিয়া যতদিন বিএনপি নেতৃত্বে ছিলেন জামায়াতসহ দেশপ্রেমিক দলের সাথে সম্পর্ক ভালো ছিল। তিনি দেশের জনগণকে ভালোবাসতেন। খালেদা জিয়ার জন্য দেশবাসী দোয়া করছেন আর শেখ হাসিনার জন্য, ফাঁসি কামনা করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম এর গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।

শুক্রবার সকালে কেরানীগঞ্জের মডেল থানার জনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কদমতলী গোলচত্বর হয়ে পায়ে হেঁটে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কনটেইনার রোড ঔষধ ফ্যাক্টরির সামনে এসে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসেন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা ৩ আসনের জামায়াত  ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের থানা ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মিছিলে প্রায় ১৫/২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

ঢাকা ৩ আসন বাংলাদেশ জামায়াতে প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, জনগণ কোনো অন্যায় পছন্দ করে না, বাংলাদেশের জনগণ চাঁদাবাজি পছন্দ করে না, বাংলাদেশের জনগণ কোনো সন্ত্রাস পছন্দ করে না, মানুষ আর মামলা বাজদের পছন্দ করে না, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ আগামী দিনে ন্যায় ও ইনসাফ রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে। আজকের এই গণমিছিল তা প্রমাণ করে। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে আলেম-ওলামাদের সংসদ, আগামী সংসদ হবে ইসলামী রাষ্ট্র কায়েমের সংসদ, আগামী সংসদ হবে ইনসাফ ও ন্যায় প্রতিজ্ঞার সংসদ। বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি
ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬



Follow Us