• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৩৪:৩৭ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে ট্রলিসহ ৫ জন আটক

২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৩৯:০৪

সংবাদ ছবি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রলিসহ পাঁচজনকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

Ad

২২ ডিসেম্বর সোমবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত ট্রলিসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন সোহাগপুর এলাকার পৌর ৩ নম্বর ওয়ার্ডের আমিনুলের ছেলে দুলাল হোসেন, একই এলাকার জামিনুর রহমানের ছেলে শামীম হোসেন, ব্যাংকান্দা গ্রামের পৌর ১ নম্বর ওয়ার্ডের রফিকুলের ছেলে বাধন হোসেন, ধবলসুতী মাষানটারী এলাকার হাসান আলির ছেলে হাসিব হোসেন এবং ইসলামপুর শ্রীরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আজম হোসেন।

পাটগ্রাম থানা পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
আফ্রিদির রেকর্ড ভেঙে দিলেন শাদাব খান
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৯:৪২


সংবাদ ছবি
খোকসায় আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৯:৪৭








Follow Us