নিজস্ব প্রতিবেদক: বিপুল পরিমাণ সিগারেট স্ট্যাম্প আটক করেছে কাস্টমস হাউস, ঢাকার এয়ারফ্রেইট ইউনিট।
২২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিম এয়ারফ্রেইট ইউনিটের সহযোগিতায় একটি বিশেষ অভিযানে সিগারেট স্ট্যাম্প উদ্ধার করা হয়।
অভিযানে দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে বন্ড সুবিধায় ঘোষিত পণ্য হিসেবে আমদানিকৃত পেপার লেবেল, গাম টেপ ও লেইসের সাথে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের LCD পাওয়া যায়।
আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদী ফ্যাশন (প্রাঃ লিঃ), পূবাইল, গাজীপুর উক্ত দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে চায়না থেকে প্রায় ৩ টন গার্মেন্টস এক্সেসরিজ ঘোষণায় পণ্যচালান আমদানি করে এবং পরবর্তীতে তার মনোনীত সিএন্ডএফ এজেন্ট কর্তৃক উক্ত আমদানির বিপরীতে পণ্য ঘোষণা /Bill of Entry দাখিল করা হয়। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান ও তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট সিটি এয়ার লাইনস পারস্পরিক যোগসাজশে উক্ত দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে ঘোষিত পণ্যের সাথে ঘোষণা বহির্ভূত ৯৬ লাখ পিস আমদানি নিষিদ্ধ সিগারেট স্ট্যাম্প এবং 222 কেজি মোবাইল ফোনের LCD খালাসের অপচেষ্টা করেন।
আটককৃত পণ্য খালাস হয়ে সিগারেট সরবরাহে ব্যবহৃত হলে সরকারের আনুমানিক প্রায় ৯৪ কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো । এই বিষয়ে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available