• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:০৫ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

৩ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫০:৫৪

সংবাদ ছবি

‎পাবনা প্রতিনিধি: ‎পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামের এক বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামাণিক। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফাকে আটক করেছে পুলিশ। আটক করার সময় মাদকাসক্ত মোস্তফার ছুরিকাঘাতে পুলিশের তিন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

‎২ নভেম্বর রোববার রাত ৮টার দিকে ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গীতে এ ঘটনা ঘটে।

‎নিহত নিজাম প্রামানিক ওই এলাকার মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। 

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামানিক রাতে খাওয়া-দাওয়া শেষে ঈশার নামাজে মাত্র দাঁড়িয়েছিলেন। এসময় দরজা আটকিয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে পিতার মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হয় ছেলে মোস্তফা। এরপর নিজেই পাশের রুমের দরজা আটকিয়ে দিয়ে বসে থাকে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে মোস্তফার রুমের দরজায় তালা দিয়ে রাখে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

Ad

‎আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হয়েছেন বলে জানা গেছে। এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎নিহতের অপর ছেলে মিজানুর রহমান বলেন, ‘মোস্তফা মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইত। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাতো। আজ সে বাবাকে কুপিয়ে হত্যা করেছে। তাকে এখনই ফাঁসি দেওয়া হোক।’

‎পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:২৮

সংবাদ ছবি
বিএনপির ২৩২ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯







সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



Follow Us