• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:২৩ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

১৪ ঘণ্টা পর দৌলতদিয়া নৌরুট সচল, যানবাহনের দীর্ঘ সারি

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:১৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

Ad

২৭ ডিসেম্বর শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

Ad
Ad

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে রাত থেকেই এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে আসায় সীমিতসংখ্যক ফেরি দিয়ে চলাচল শুরু করা হয়েছে। যানজট নিরসনে অতিরিক্ত চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘন কুয়াশার সময় যাত্রী ও চালকদের ধৈর্য ধারণ করার পাশাপাশি নিরাপদ চলাচলের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। তবে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফেরি চলাচল করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ২ সিএনজির সংঘর্ষে চালক আহত
২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪২:২৬





Follow Us