• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩২ রাত ০১:২৮:১৩ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

এবার ১০ হাজার গাছের চারা লাগাবে ভলান্টিয়ার ফর সেনবাগ

২৬ জুলাই ২০২৫ সকাল ১১:০৪:২১

সংবাদ ছবি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগে পরিবেশ রক্ষায় ‘ভলান্টিয়ার ফর সেনবাগ’ সংগঠনের উদ্যোগে ১০ হাজারের অধিক  ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

২৫ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার ৬ নং  কাবিলপুর ইউনিয়নের ‘৩০০ ফুট’ খ্যাত মিনি পর্যটন এলাকায় ওই গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন।

কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে ও ভলান্টিয়ার ফর সেনবাগের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জাতীয় যুব শক্তির সমন্বয়ক কামরুজ্জামান, সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মহিম উদ্দিন, মনির হোসেন জুলেট, সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম, সদস্য এমদাদ হোসেন জুয়েল, আনোয়ার হোসেন সবুজ প্রমুখ।

আলোচনা শেষে অতিথিরা সেনবাগের জনপ্রিয় পিকনিক স্পট ‘৩০০ ফুট’ এলাকায় প্রতীকীভাবে ঝাউগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।

ভলান্টিয়ার ফর সেনবাগের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু জানান, আমরা এর আগেও বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার তালবীজ রোপণ করেছি। এবারের উদ্যোগে রয়েছে ৩ হাজার কাঠ ও ফলদ গাছ এবং ৭ হাজার তালবীজ রোপণের পরিকল্পনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ