ইইউবি প্রতিনিধি : শুক্রবার ৩১ অক্টোবর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB) স্থায়ী ক্যাম্পাসে “EUB Social Welfare and Environmental Club” এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ডেন্টাল ক্যাম্প। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বিনামূল্যে ডেন্টাল চিকিৎসা ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. গুলাম মুর্তজা। তিনি বলেন, “ইইউবি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে CCC (Career Council Centre) প্রতিষ্ঠা করেছে, যার অধীনে রয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাব ও সংগঠন। তারই একটি হলো EUB Social Welfare and Environmental Club।”


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও ইইউবি শিক্ষার্থীরা মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা ডেন্টাল স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও চিকিৎসা গ্রহণের পাশাপাশি প্রতিজন একটি করে ফ্রি পেপসোডেন্ট টুথপেস্ট উপহার পেয়েছেন।
স্টুডেন্ট অ্যাডভাইজার এমদাদুল হক বলেন, “এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সমাজের সঙ্গে ইইউবির ইতিবাচক সংযোগ আরও দৃঢ় করেছে। আমি আশা করি EUB Social Welfare and Environmental Club এ ধরনের ক্যাম্পেন অব্যাহত রাখবে।”শিক্ষার্থীরা ক্যাম্পে অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করেন।
অংশগ্রহণকারী এক শিক্ষার্থী তানজিম হোসেন অন্তর বলেন, “এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে আমরা সহজেই আমাদের দাঁতের সমস্যা সম্পর্কে জানতে পেরেছি এবং বিশেষজ্ঞ ডেন্টিস্টের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি।”
শিক্ষার্থী সাদিয়া জাহান প্রভা বলেন, “বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের স্বাস্থ্য সচেতনতা যেমন বেড়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছে।”
এছাড়াও শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন আরও সামাজিক ও স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available