• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৩:২৯ (24-Dec-2025)
  • - ৩৩° সে:

হাবিপ্রবির উন্নয়নে একনেকে ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকার প্রকল্প

২৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫০:৪৯

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের লক্ষ্যে ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

Ad

২০২৫–২০২৬ অর্থবছরের সপ্তম একনেক সভায় মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়।

Ad
Ad

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আধুনিক ল্যাবরেটরি সুবিধা সংযোজন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা–গবেষণার পরিবেশ নিশ্চিত করা।

প্রকল্পের আওতায় একটি করে ১২ তলা ছাত্র হল, ছাত্রী হল, শিক্ষক–কর্মকর্তা আবাসিক ভবন এবং একাডেমিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি প্রশাসনিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ (৪র্থ ও ৫ম তলা), দুই তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেটোরিয়াম এবং মেডিকেল সেন্টারের উর্ধ্বমুখী সম্প্রসারণ (১ম ও ২য় তলা) করা হবে।

শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে আধুনিক তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, অফিস যন্ত্রপাতি, আসবাবপত্র এবং অত্যাধুনিক ল্যাবরেটরি যন্ত্রপাতি সংযোজন করা হবে। ধর্মীয় ও সামাজিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মসজিদের পার্শ্বীয় সম্প্রসারণ এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বাউন্ডারি ওয়াল নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে অভ্যন্তরীণ আরসিসি রাস্তা নির্মাণ, সারফেস ড্রেনেজ ব্যবস্থা, গভীর নলকূপ স্থাপন, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন এবং ৫০০ কেভিএ সাব-স্টেশন স্থাপন করা হবে। ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমও প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা–গবেষণা পরিবেশ গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘প্রকল্প অনুমোদনের মাধ্যমে হাবিপ্রবির শিক্ষা ও গবেষণা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পরিকল্পনা উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য তিনি ধন্যবাদ জানান।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
গাজীপুর-৩ আসনে ডা. বাচ্চুর মনোনয়ন ফরম সংগ্রহ
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪


সংবাদ ছবি
রামপালে আইনশৃঙ্খলা কমিটির সভা
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:১৮


Follow Us