বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করা হয়েছে।
যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়া সুলতান রুপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টেক্সটাইল ফ্যাশন ডিজাইন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী দেবাশীষ মিস্ত্রী তীর্থ।
৪ অক্টোবর শনিবার রাতে বুটেক্স স্পোর্টস ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কার্যনির্বাহী কমিটি ২০২৫ প্রকাশ করা হয়।
কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহীন আলম, আকিব শাহিদ ও আহনাফ বাঁধন। হেড অফ ফুটবল ও হেড অফ ক্রিকেট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যথাক্রমে মো. আস-শাফি ও সিরাজুম মনির জাদিদ। হেড অফ অপারেশন, হেড অফ ব্যাডমিন্টন ও হেড অফ ই-স্পোর্টস এন্ড আইটি হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে শফিকুল ইসলাম মিজান, নাফিস ইমতিয়াজ ও ইমন দাস।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবগঠিত কমিটির সভাপতি শাহারিয়া সুলতান রুপন বলেন, ‘৫ আগস্টের পর থেকে বুটেক্স স্পোর্টস ক্লাব নিরপেক্ষতা ও কাজের ভিত্তিতে নতুন ধারায় এগিয়ে চলছে। সেই ধারাবাহিকতায় আজকের অবস্থানে আসার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ সিনিয়রদের ও সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি। ক্লাব এখন আরও সংগঠিত, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী।’
বুটেক্স স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ মিস্ত্রী তীর্থ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য একটি বড় দায়িত্ব ও গর্বের বিষয়। আমি ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের ঐক্য আরও শক্তিশালী করা এবং নিয়মিত খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা বিকাশে কাজ করতে চাই। আশা করি সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা এই ক্লাবকে একটি গতিশীল, আকর্ষণীয় এবং সফল প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হব।’
কমিটির এডভাইজার হিসেবে যুক্ত আছেন বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের মো. শাহাদাত হোসাইন, অনুপম সাহা, তারেক ফয়সাল, তামিম হাছান ও তানভীর হাসান ফাহিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available