• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:০৬ (06-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

কুবি ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পেল ৪০৬ শিক্ষার্থী

১৮ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:০৬:৩২

সংবাদ ছবি

কুবি প্রতিনিধি: দ্বিতীয়বারের মত ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এবার ১৯টি বিভাগের ৪০৬ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হয়েছে। 

১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।

চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান ও ইংরেজি বিভাগের প্রভাষক কাজী ফাখেরা নওশীন।

স্নাতক ও স্নাতকোত্তরের মেধাবী ও অসচ্ছল ৩৭২ জন শিক্ষার্থী, স্পোর্টস স্কলারশিপ ক্যাটাগরিতে ১৯ জন শিক্ষার্থীসহ মোট ৩৯১ জন শিক্ষার্থীর প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৫০০ টাকা সমমূল্যের চেক প্রদান করা হয়।

এছাড়া কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্থায়নে নিজ বিভাগের ১৫ জন শিক্ষার্থীকে অর্থাৎ এসএসএম মেমোরিয়াল ফান্ড থেকে ৩ জন এবং উত্তর ক‍্যারোলিনা ইউএসএ ভিত্তিক স্কলারশিপ প্রোগ্রাম-শোপান থেকে ১২ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আজকের এই দিনটিকে আমাদের সবার জন্য বিশেষ করে তুলেছে বৃত্তিপ্রাপ্তরা। ভর্তি পরীক্ষার আয় থেকে ৮০ ভাগ তহবিল সেট করে আমরা এই প্রোগ্রামটি শুরু করেছি। সম্ভবত আমরাই প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, যারা ভর্তি পরীক্ষার আয় থেকে তহবিল গঠন করে শিক্ষার্থীদের মেধাকে স্বীকৃতি দিয়েছে।

তিনি বলেন, গেল বছর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সাথে সঙ্গতিপূর্ণ স্পোর্টস স্কলারশিপ চালু করতে পেরে আমরা আনন্দিত। বৃত্তির এই প্রোগ্রামটি শুধু এই বছর নয়, বছরের পর বছর চালু থাকবে বলে আশা করছি।'

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘আমরা এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করার পাশাপাশি ফিন্যান্সিয়াল সাপোর্ট প্রদান করছি। এছাড়া স্পোর্টস স্কলারশিপ শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করবে। এই স্কলারশিপ প্রদানের উদ্যোগ নেওয়ার জন্য আমি উপাচার্য স্যারেকে ধন্যবাদ জানাচ্ছি।’

এছাড়া এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসি গ্র্যান্ট কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আওয়াল চৌধুরী, বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কলনেল মো. কামরুল ইসলাম এবং কুমিল্লার ডেপুটি কমিশনার মো. মুশফিকুর রহমান।

এর আগে, ২০২২ সালের ২৬ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ৫৮ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছিল। এরপর একই বছরের ১৬ নভেম্বর প্রথমবারের মত মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর স্কলারশিপ নামে বৃত্তি প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৯:০৯

সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৩:০৫


সংবাদ ছবি
ফটিকছড়িতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:৪৬

সংবাদ ছবি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:১০

সংবাদ ছবি
সাগরে ভাসতে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৭:৫৬