• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:১৮:০২ (10-Nov-2025)
  • - ৩৩° সে:

ব্যবসায়ীদের জন্য সুখবর দিল এনবিআর

১০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪৪:৫৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের হয়রানি কমাতে অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে এখন থেকে অনলাইনেই স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) ফেরত পাবেন ব্যবসায়ীরা। 

Ad

১০ নভেম্বর সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

Ad
Ad

প্রজ্ঞাপনে সংস্থাটি জানিয়েছে, অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের লক্ষ্যে অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু হয়েছে। যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান কাঁচামাল বা সেবা কিনে, তখন সে ইনপুট ভ্যাট প্রদান করে। আবার সেই পণ্য বা সেবা বিক্রি করলে গ্রাহকের কাছ থেকে আউটপুট ভ্যাট গ্রহণ করে। যদি ইনপুট ভ্যাটের পরিমাণ আউটপুট ভ্যাটের চেয়ে বেশি হয়, তখন অতিরিক্ত ভ্যাট রিফান্ড হিসেবে দাবি করতে পারে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, ভ্যাট রিফান্ডের অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু হয়েছে। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

এতদিন ভ্যাট রিফান্ড না পাওয়ার অভিযোগ করতেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বিভিন্ন বৈঠকে ভ্যাট রিফান্ডের দাবিও তুলতেন। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান ব্যবসায়ীদের ভ্যাট রিফান্ড দেওয়ার কথা জানিয়েছিলেন। 

সম্প্রতি এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ বিষয়ে বলেন, ভ্যাট রিটার্ন সম্পূর্ণ অটোমেশনে চলে যাবে। ভ্যাটে আমরা কোনো পেপার রিটার্ন নেব না। সার্ভারে চাপ কমাতে ব্যবসাভেদে রিটার্ন দাখিলে শর্ত শিথিল করা হয়েছে।

বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের (আইভাস) সঙ্গে অর্থ বিভাগের আইবাস প্ল্যাস প্ল্যাসের আন্ত:সংযোগ স্থাপন করা হবে। করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বিইএফটিএন'র মাধ্যমে সরাসরি করদাতাগণের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এনবিআর সূত্রে জানা যায়, নতুন এই মডিউলের মাধ্যম এ একজন করদাতা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট অনলাইনে প্রাপ্ত আবেদনটি ভ্যাট আইনের বিধি-বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করে যাচাই-বাছাই শেষে ভ্যাট রিফান্ড অনুমোদন করে তা স্বয়ংক্রিয়ভাবে আইবাস আইবাস প্ল্যাস প্ল্যাসের মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করবে। নতুন প্রবর্তিত এ পদ্ধতিতে করদাতাদের ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল অথবা ভ্যাট রিফান্ডের চেক গ্রহণ করার জন্য ভ্যাট অফিসে যেতে হবে না বিধায় করদাতার সময় ও অর্থ সাশ্রয় হবে এবং রিফান্ড প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন প্রবর্তিত মডিউলের মাধ্যমে রিফান্ড আবেদনগুলো প্রক্রিয়াকরণের লক্ষ্যে আইভাস এ ইতঃপূর্বে অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে হার্ডকপির মাধ্যমে দাখিলকৃত সব অনিষ্পন্ন রিফান্ড আবেদনের অর্থসহ সমুদয় রিফান্ড প্রাপ্তির লক্ষ্যে করদাতাগণকে আইভাস সিস্টেমের মাধ্যমে অনলাইনে মূসক-৯.১ ফরমের মাধ্যমে নতুন করে আবেদন দাখিল করতে হবে। 

আরও জানা যায়, মডিউলটি যথাযথভাবে ব্যবহার করে করদাতাদের দক্ষতার সঙ্গে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতা গ্রহণ করতে পারবেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
আওয়ামী লীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার
১০ নভেম্বর ২০২৫ দুপুর ০২:০২:২৯

সংবাদ ছবি
হঠাৎ নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের এক উপপরিচালক
১০ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৩০:৫৫

সংবাদ ছবি
এবার বরখাস্ত হলেন জিএমপির সেই কমিশনার
১০ নভেম্বর ২০২৫ দুপুর ০১:২৫:০৩




Follow Us