• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৯:৩১ (29-Sep-2025)
  • - ৩৩° সে:

পূজা উপলক্ষ্যে স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কারের সুযোগ দিচ্ছে নুবিয়া

২৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫১:০৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: উৎসব মানেই নতুন আনন্দ, নতুন রঙ আর নতুন চমক। আর এবারের দুর্গাপূজায় সবার জন্য আনন্দ, উৎসব আর উদযাপনকে স্মরণীয় করে তুলতে বৈশ্বিক ব্র্যান্ড জেডটিই এর স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া ঘোষণা করেছে বিশেষ ক্যাম্পেইন – “পূজোর উৎসবের প্রতিটি মুহূর্তে হোক নুবিয়ার সাথে”। এই ক্যাম্পেইনের মূল আকর্ষণ হলো একটি নুবিয়া স্মার্টফোন কিনলেই একটি ফ্রি স্মার্টফোন জেতার সুযোগসহ আকর্ষণীয় সব পুরস্কার। অফারটি চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

জেডটিই এর স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বিশ্বাস করে, স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জীবনের প্রতিটি আনন্দঘন মুহূর্তকে আরও সুন্দরভাবে উপভোগ করার সঙ্গী। আর তাই এবারের পূজাকে কেন্দ্র করে নুবিয়ার লক্ষ্য হলো ক্রেতাদের জন্য এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা তৈরি করা।

Ad
Ad

এ জন্য এবারের দুর্গাপূজায় গ্রাহকদের আনন্দমুখর অভিজ্ঞতা দিতে ও উৎসবকে আরো রঙিন করতে নুবিয়ার এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য দারুণ সুযোগ। এর ফলে যেসব গ্রাহক প্রিয়জনকে স্মার্টফোন উপহার দিতে চান, তারা প্রিয়জনকে বাড়তি পুরষ্কার দিতে পারবেন এই ক্যাম্পেইনে অংশ নেয়ার মাধ্যমে। স্মার্টফোন জেতা ছাড়াও এই অফারের মধ্যে আরও থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্রি কাপল এয়ার টিকেট। সঙ্গে থাকছে রয়েল টিউলিপে ১ রাত ২ দিনের থাকার সুযোগ। এছাড়াও প্রতিটি ক্রেতার জন্য নিশ্চিত থাকছে আকর্ষণীয় সব উপহার, যা উৎসবের আনন্দকে করবে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। 
এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে যেকোনো নুবিয়া হ্যান্ডসেট কিনে গ্রাহকের মোবাইল থেকে এসএমএস করতে হবে। এ জন্য এসএমএস অপশনে গিয়ে প্রথমে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে নুবিয়া লিখে স্পেস দিতে হবে। এবার আইএমইআই নাম্বার লিখে আবার স্পেস দিয়ে কাস্টমার নাম্বার বসাতে হবে। এরপর পাঠিয়ে দিতে হবে ২৬৯৬৯ নাম্বার। এই সহজ ধাপ অনুসরণ করলেই অফারের সকল পুরস্কার ও চমকের দৌঁড়ে থাকবেন গ্রাহক।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি
২৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৭:৪৯:৫১


সংবাদ ছবি
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
২৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৪



সংবাদ ছবি
হাজি সেলিমের বাড়িতে অভিযান, মিলল বিলাসবহুল ৬ গাড়ি
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:১৮


সংবাদ ছবি
হজের তিন প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৩৫


Follow Us