নিজস্ব প্রতিবেদক: ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত ব্যাংকের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সমন্বিত ব্যাংক নিয়োগের এ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা (Job ID-10220) স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য এ সমন্বিত পরীক্ষা আয়োজন করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available