চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্ল্যাগ বিস্ফোরণে সাতজন শ্রমিক আহত হয়েছেন।

২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম স্টিল মিল-২ সেকশনে এ ঘটনা ঘটে।


আহত শ্রমিকরা হলেন আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। আহতদের উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ছেড়ে দেওয়া হলেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আব্দুল হামিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
কারখানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, স্টিল মিল-২ সেকশনে অতিরিক্ত চাপের কারণে একটি ময়লার স্ল্যাগে বিস্ফোরণ ঘটে। এতে সৃষ্ট অতিরিক্ত ধুলাবালির কারণে শ্রমিকদের চোখ-মুখে ময়লা ঢুকে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।
আহত শ্রমিকদের সহকর্মী সাইদুর ও শিপন জানান, বিকেলের শিফটে কাজ করার সময় হঠাৎ স্ল্যাগ বিস্ফোরণ হলে সাতজন শ্রমিক ধুলাবালির কারণে শ্বাসকষ্টে ভোগেন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে বিএসআরএম সোনাপাহাড় কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, কারখানার দুই নম্বর গেট এলাকায় একটি স্ল্যাগে সামান্য আগুন ধরেছিল। বড় কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কয়েকজন শ্রমিক সামান্য আহত হন এবং তারা চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন তারেক বলেন, সাতজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। চোখ-মুখে ময়লা ঢুকে যাওয়ায় এবং অ্যাজমাজনিত সমস্যার কারণে একজনকে চমেকে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, বিএসআরএম স্টিল মিল-২-এর স্ল্যাগ সেকশনে স্ল্যাগ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নিনির্বাপণ ও উদ্ধার টিম আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available