বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বরাদ্দকৃত অর্থ তছরুপের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর বিরুদ্ধে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিরা অভিযোগ করেছেন, পুরস্কারের অর্থ প্রদানসহ ডেকোরেশন ও খাবার খাতে অনিয়ম করা হয়েছে।


গত ২৬ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীর জন্য ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ থাকলেও ভ্যাট বাদ দিয়ে নির্ধারিত খাত অনুযায়ী পুরো অর্থ ব্যয় করা হয়নি বলে জানা গেছে।
ভুক্তভোগী খামারি রফিকুল ইসলাম চেরান বলেন, “আমাকে ৩ হাজার ৫০০ টাকার কাগজে সই করানো হলেও হাতে পেয়েছি অনেক কম টাকা। প্রতিবাদ করেও কোনো সঠিক জবাব পাইনি।”
আরেক খামারি সোনালী বেগম জানান, “প্রদর্শনীতে ডেকোরেশন ও খাবারের কোনো মান ছিল না। অথচ এসব খাতে বরাদ্দ থাকার কথা।”
পেড়াবাড়িয়া মহল্লার খামারি লিটন আলী বলেন, “আমি সুস্থ ও বড় গরু নিয়ে অংশগ্রহণ করলেও ইচ্ছাকৃতভাবে আমাকে বিজয়ীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।” তার বাবা যোগ করেন, “অফিসের লোকজন পুরস্কারের আশ্বাস দিয়ে গরু আনিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রতারিত হয়েছি।”
খামারি মানিক আলী বলেন, “আমাদের মতো অনেক বড় খামারিকেই প্রদর্শনীর বিষয়ে জানানো হয়নি। জানালে আমরা উন্নত মানের গবাদিপশু নিয়ে অংশ নিতাম।”
অভিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অনিয়ম করিনি। খাবার নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।”
এ বিষয়ে নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, “অভিযোগটি পেয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে সম্প্রতি বাগাতিপাড়া থেকে বদলি করা হয়েছে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available