বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা মোতাবেক তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই কমিটিগুলো অনুমোদন দেয়া হয়।

৪ জানুয়ারি রোববার দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খান ও সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয়ের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলোর অনুমোদন ঘোষণা করা হয়।


বাসাইল সদর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. সজীব সিকদারকে আহ্বায়ক ও শাহরিয়ার সিয়ামকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাউলজানী ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে ফিরোজ খানকে আহ্বায়ক ও মোহাম্মদ ইউনুস কে সদস্য সচিব করে ৭৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে রিয়ামকে আহ্বায়ক ও শুভ হাসানকে সদস্য সচিব করে ৬২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
হাবলা ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে আলভী রহমানকে আহ্বায়ক ও তানভীর সিকদারকে সদস্য সচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাশিল ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে রনি খানকে আহ্বায়ক ও খন্দকার জিহাদকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নতুন এই কমিটিগুলোতে ত্যাগী ও রাজপথের সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক এবং একজন সদস্য সচিবের নেতৃত্বে নির্দিষ্ট সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এই নতুন নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে। দলকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা রাজপথে সক্রিয় থাকবে।’
এদিকে, নতুন কমিটি গঠনের সংবাদ ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা দেয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available