মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুরে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম ফয়েজ আহম্মেদ চৌধুরী এবং মরহুমা বেগম মাসুদা ফয়েজ চৌধুরীর স্মরণে একদিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিক রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর রোববার সকালে কালিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগের সেবা গ্রহণ করেন।


শিবিরের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী ভুলু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের উদ্যোগে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চশমা বিতরণ এবং ডায়াবেটিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ছানি পড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, ছানি রোগীদের অপারেশনসহ যাবতীয় চিকিৎসা ব্যয় ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের নিজস্ব অর্থায়নে সম্পন্ন করা হবে।
চিকিৎসা সেবায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (চক্ষু বিভাগ) অধ্যাপক ডা. জামাল নিজামুদ্দিনের নেতৃত্বে আট সদস্যের একটি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আহম্মেদ চৌধুরী তুহিন, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, সমাজসেবক রাসেল ফয়েজ আহম্মেদ চৌধুরী শাহিন, হাসপাতালের ব্যবস্থাপক মাইন উদ্দিন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিনামূল্যের এই চিকিৎসা কার্যক্রমে সেবা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন আগত রোগী ও স্থানীয়রা। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available