নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক তিনটি অভিযান পরিচালনা করে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

৩ ডিসেম্বর বুধবার রাত ১০টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানাধীন হাট নওগাঁ এলাকা থেকে বিলাল (৩৮) ও তার সহযোগী সাফিউর (৩৩)-কে ১০০ পিস এম্পুল ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। একইদিন সদর থানাধীন চকমুক্তার এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ দুখু মিয়া (৩৫) এবং মান্দা থানার চক মুনসুব এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ তাইফুল ইসলাম (৩৯)-কে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। এ কাজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বুধবার পুলিশ মিডিয়া সেলে এসব তথ্য জানায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available