• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৪১:৩৯ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

দেখা করতে গিয়ে লাঠির আঘাতে প্রেমিকার মৃত্যু, প্রেমিক আটক

১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৫১

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে লাঠির আঘাতে আছিয়া আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক সোহাগ (২৫) কে আটক করেছে।

Ad

১ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মডেল থানার সোনাকান্দা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আছিয়া মডেল থানার কাঠালতলী দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার মেয়ে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে পরকীয়া প্রেমিক সোহাগের সাথে দেখা করতে সোনাকান্দা এলাকায় যায় আছিয়া আক্তার। সেখানে ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সোহাগ লাঠি দিয়ে আছিয়ার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা আছিয়ার পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাঠালতলীতে নিজ বাড়িতে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই ফজিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সোহাগকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us