রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল যেন হয়ে উঠেছিল রাঙ্গুনিয়া সরকারি কলেজ দলের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ২–০ ব্যবধানে বোয়ালখালী স্যার আশুতোষ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় রাঙ্গুনিয়া সরকারি কলেজ।


ম্যাচের শুরু থেকেই রাঙ্গুনিয়া সরকারি কলেজ দলে ছিল গতি, পাসিং আর কাঠামোবদ্ধ আক্রমণের ছাপ। সিয়াম ও হাসিবের গোলে এগিয়ে গিয়ে তারা পুরো ম্যাচেই আধিপত্য বজায় রাখে। দলের অনুশীলন, পরিকল্পনা ও শৃঙ্খলা ছিল সাফল্যের মূল শক্তি, এমনটাই জানালেন দলের সঙ্গে থাকা কর্মকর্তারা।
দলের টিম ম্যানেজার কলেজের ক্রীড়া শিক্ষক মোতাহের হোসেন জানান, এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা খেলেছে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও মাঠে নিজেদের সেরা দেওয়ার মানসিকতা। প্রস্তুতিপর্ব থেকেই ছেলেরা আক্রমণাত্মক ফুটবলের ওপর কাজ করেছে। যার সুফল মিলেছে ফাইনালের মতো বড় ম্যাচে। সব খেলায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা ছিলো।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও ইকবাল আহমেদ বেলাল বলেন, রাঙ্গুনিয়ার ফুটবলে এই অর্জন একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। দলটির গোছানো খেলা, সংগঠিত রক্ষণভাগ ও ধারাবাহিক আক্রমণ পুরো টুর্নামেন্টজুড়েই নজর কেড়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান জানান, নতুন প্রজন্ম খেলাধুলায় যত বেশি সম্পৃক্ত হবে, ততই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। রাঙ্গুনিয়া সরকারি কলেজের এই জয় প্রশাসন ও স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ ছড়িয়ে দিয়েছে। ফুটবলের প্রতি আগ্রহী তরুণদের জন্য এই বিজয় শুধু একটি ট্রফি নয়, রাঙ্গুনিয়ার সম্ভাবনাময় খেলাধুলা সংস্কৃতির প্রতীক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available