• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:০৫:৪২ (20-Nov-2025)
  • - ৩৩° সে:

আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

২০ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৫৭

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Ad

১৯ নভেম্বর বুধবার বিকাল ৫টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সভাপতি পদে মো. কাজী একরামুল হক ও সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম নির্বাচিত হন।

Ad
Ad

এছাড়া সহ-সভাপতি পদে কাজী মো. আলাউদ্দিন হক আলো, সহ-সাধারণ সম্পাদক পদে এ.এস.এম. রাকিব উল হাসান, হিসাব নিরীক্ষক পদে মো. আশরাফুল আলম-২, সাহিত্য সাংস্কৃতিক ও গ্রন্থাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস, ক্রীড়া ও প্রকৌশল সম্পাদক পদে মো. আনোয়ারুল কবির, ধর্মীয় ও সামাজিক সম্পাদক পদে মো. মোর্শেদ ইমাম নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন, মো. মোশাররফ হোসেন-২, মো. আবু তালেব, মো. আবু তৈয়েব, মো. মাসুদ উর রহমান-২, খান মো. আনোয়ারুল বাসার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ, মো. আনোয়ার হোসেন-৩ এবং মো. আলাউদ্দিন (আজাদ)।

নির্বাচন কমিশনার মো. তারিকুল আলম স্বাক্ষরিত চূড়ান্ত ও নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করে জানানো হয় যে, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় উল্লিখিত প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন নবনির্বাচিত ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। একই সাথে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অভিনন্দন জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সমাবর্তন ঘিরে বর্ণিল সাজে হাবিপ্রবি
২০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:২২











Follow Us