• ঢাকা
  • |
  • বুধবার ১লা মাঘ ১৪৩২ রাত ০৮:৪৮:০১ (14-Jan-2026)
  • - ৩৩° সে:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুড়িকাঘাত

১৮ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:৩০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুড়িকাঘাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুড়িকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলমগীর পাড়ায় ১৩ জুন মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় এ ছুড়িকাঘাতের ঘটনা ঘটে। 

Ad

আহত কিশোরের নাম মো. মিফতাহুল ইসলাম শিহাব। সে একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। আহত অবস্থায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বড় ভাই মো. মুসা সাতকানিয়া থানায় সাতকানিয় থানায় একটি মামলা দায়ের করেছেন।

Ad
Ad

মামলা সূত্রে জানা যায়, ১৩ জুন মঙ্গলবার রাত ১০ টায় বাড়ির সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে আহত শিহাবের চাচা আলমগীরের সাথে হামলাকারীদের তর্কা-তর্কি হয়। এক পর্যায়ে তারা গালিগালাজ শুরু করলে শিহাব সেখানে গিয়ে তাদের নিবৃত করার চেষ্টা করে । এ সময় হামলাকারীরা শিহাবকে জাপটে ধরে ছুড়িকাঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর জখম হন শিহাব। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়ার আশ-শেফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে শিহাবের অবস্থা আশঙ্কাজনক। ১৭ জুন শনিবার তার একটি অপারেশন করা হয়েছে। আরও একটি অপারেশন করতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় ১৫ জুন বৃহস্পতিবার সাতকনিয়া থানায় একটি মামলা দায়ের করা হলেও এজহারভুক্ত ৬ জন আসামির একজনকেও এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। মামলা করার পর ৩ দিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি কোনও আসামি। ফলে হতাশ বাদী পক্ষ।

এ ঘটনায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাতের কাছে অভিযুক্ত আসামিদের গ্রেফতার না করার কারণ জানতে ফোন করা হয়। তিনি জানান ,আসামিরা বারবার তাদের স্থান পরিবর্ত করাতে গ্রেফতারে কিছুটা বিলম্ব হচ্ছে। শীঘ্রই একে একে সব আসামিকে গ্রেফতার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিক্ষোভ দমনে সফল ইরান, রাজপথ সরকারপন্থিদের দখলে
বিক্ষোভ দমনে সফল ইরান, রাজপথ সরকারপন্থিদের দখলে
১৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৫৪

নাটোরে ইয়াবাসহ যুবক আটক
নাটোরে ইয়াবাসহ যুবক আটক
১৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৫৮



আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
১৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:০৭

নাহিদ ইসলামের অফিসে গুলি নিয়ে যা জানা গেল
নাহিদ ইসলামের অফিসে গুলি নিয়ে যা জানা গেল
১৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৫৬


নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪২:৪৫




Follow Us