মাগুরার (মহম্মদপুর) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১১ অক্টোবর শনিবার দুপুর ১টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তিন শিশুই চাচাতো ও ফুফাতো বোন এবং তাদের বয়স ছিল মাত্র ৯ বছর।
জানা যায়, দুপুরে একসঙ্গে খেলার ছলে গ্রামের পাশের একটি খালে গোসল করতে নামে শিশুরা। অনেকক্ষণ বাড়িতে ফিরে না আসায় খোঁজ শুরু করে তাদের পরিবার। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
নিহত শিশুরা হলো, তারিকুল ইসলামের মেয়ে মোছা. তানহা, আনারুল ইসলামের মেয়ে মোছা. তারিন,সাজ্জাদ হোসেনের মোছা. সিনতিহা। নিহত তিনজনেরই বাড়ি চাপাতলা গ্রামে।
স্থানীয়রা জানান, শিশুরা সবসময় একসঙ্গেই সময় কাটাতো, খেলা থেকে শুরু করে সবকিছু করতো একত্রে। তাদের একসঙ্গে এমন করুণ বিদায়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়স্বজন। গোটা গ্রামে বইছে শোকের মাতম।
এ ঘটনায় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা শিশুদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available