• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৯:১৯ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালন

২৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০২:৪৭

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: নানা আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫।

২৭ সেপ্টেম্বর শনিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পর্যটন কমপ্লেক্স থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জিমনেশিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

Ad
Ad

এরপর জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতুল প্রসাদ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত এবং ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন।

Ad

এ বছর ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা পাওয়া সাংবাদিক ইয়াছিন রানা সোহেল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভায় বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা ও বৈশালী চাকমা।

বক্তারা রাঙামাটির পর্যটন সম্ভাবনা, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং ইকো-ট্যুরিজম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পাহাড়, নদী, হ্রদ ও বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে পারে। তবে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া পর্যটন উন্নয়ন সম্ভব নয় বলেও মত দেন তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল এবং রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।

আলোচনা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্ট হিসেবে রাঙ্গাদ্বীপ এবং সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী এবং ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, রাঙামাটি কেবল পাহাড়, লেক ও হ্রদের মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য নয়, স্থানীয় হস্তশিল্প, সংস্কৃতি ও খাবারের বৈচিত্র্যের জন্যও পর্যটকদের কাছে আকর্ষণীয়। পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষের আতিথেয়তা ও অনন্য সংস্কৃতি উপভোগ করতে রাঙামাটি ভ্রমণ করে থাকেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us