• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ রাত ০৯:৩২:৪১ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

২১ জুন ২০২৫ বিকাল ০৫:৪৪:৪৪

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সাজু বেগম (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক হয়েছে।

Ad

২১ জুন শনিবার সকালে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হলি পাড়ায় নিজ ঘর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

নিহতের বাবা সোলতান আহমদ বলেন, ‘আমার মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আমার মেয়েকে নির্যাতন করে আসছিল তার স্বামী নেজাম। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।’

তিনি আরও জানান, ‘সাজু বেগমের এটি ছিল দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমান স্বামী নেজাম উদ্দীনেরও এটি দ্বিতীয় বিয়ে, তার আগের ঘরে রয়েছে ৪ ছেলে সন্তান।’

নিহতের পরিবারের দাবি, দ্বিতীয় স্বামীর সংসারে প্রতিনিয়ত পারিবারিক কলহ লেগে থাকত। সেই কলহের জেরেই সাজুকে হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী নেজাম উদ্দিন বলেন, শ্বশুর বাড়ির লোকজন যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। তার স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় আমার ভাইয়ের বউয়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়েছে। আমি রাত দুইটার দিকে ঘুমাতে যাই সকালে উঠে দেখি আমার স্ত্রী রান্না ঘরে পাশের রুমে ঘরের ছাদের বিমের সাথে ঝুলে আছে।

ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য মোহাম্মদ মুছা আলম।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ‘মরদেহে আত্মহত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:২৫






শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৪



শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:১০


Follow Us