• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই মাঘ ১৪৩২ রাত ০২:০৬:৩৫ (28-Jan-2026)
  • - ৩৩° সে:

ঢামেকে ১৪ ঘণ্টার ব্যবধানে দুই কারাবন্দির মৃত্যু

১৯ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:০১:৩৮

ঢামেকে ১৪ ঘণ্টার ব্যবধানে দুই কারাবন্দির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মনির হোসেন (৪২) ও হত্যা মামলায় আটক আলী আকবর (৬০) নামের দুই কয়েদির ১৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

Ad

১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হাসপাতালের পুরাতন ভবনের ২য় তলার ২০০ নম্বর ওয়ার্ডে মনির হোসেন এবং শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আলী আকবরের  মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

নিহত মনির হোসেন রাজধানীর গেন্ডারিয়া থানার ১১৯ ভিস্টিলারী রোড এলাকার মজিবুর রহমানে ছেলে এবং মৃত আলী আকবর নারায়ণগঞ্জ সদর থানার আলির টেক এলাকার আব্দুল হাকিমের ছেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কারাবন্দি মনির হোসেন আগে থেকেই টিবি রোগে আক্রান্ত ছিল। কারাগারের ভেতরে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে ৪ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার স্ট্রোক করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছেন।

অন্যদিকে ১৩ জানুয়ারি হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেফার্ডের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা গেছেন।

উল্লেখ্য, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও সকল আইরি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
২৭ জানুয়ারী ২০২৬ রাত ০৯:৪৮:২১




আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
২৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২২







Follow Us