• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:০৩ (14-Oct-2025)
  • - ৩৩° সে:

মেঘনায় ট্রলার ডুবি: নারীর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৫

৭ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৩৮:৫০

সংবাদ ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ার চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের সন্নিকটে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সুমনা আক্তারের মরদেহ বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। নিখোঁজরা হলেন- জান্নাতুল মাওয়া (১০), সাফা (৪ ), মারোয়া (৮), ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন(৪০)।

Ad

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ট্রলারটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় ৫ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকে ৬ জন।

বিআইডব্লিউটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার উপ-পরিচালক ওবাইদুল করিম জানান, ঘটনার পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিটিএ ঘটনাস্থলে এসেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে তল্লাশি অভিযান শুরু করে তারা। আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। চিরকিশোরগঞ্জ ঘাটের ৫শ’ মিটার দূর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
চুনারুঘাটে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
১৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১০:৩২











Follow Us