• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৫৪:১৯ (27-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সোনারগাঁয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২৭ আগস্ট ২০২৫ দুপুর ০২:৫৬:১১

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরি প্রত্যাশীদের নানান সুযোগ-সুবিধার চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।  সম্প্রতি এ প্রতিষ্ঠানের মাধ্যমে সিকিউরিটির চাকরি নিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকে। ভুক্তভোগীরা এ প্রতারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জানা যায়, গত ২৬ আগস্ট রোববার ওই প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি নিয়ে প্রতারণার শিকার কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুল হাই চৌধুরীর ছেলে নারায়ণগঞ্জ শহরের নগর খানপুর এলাকার বাসিন্দা লোকমান বাদি হয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী লোকমান উল্লেখ করেন, আমি অনলাইনে একটি বিজ্ঞাপন দেখে গত মে মাসের ১৩ তারিখ চাকরির জন্য লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডে আমার সিভি ও অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছিলাম। ওই প্রতিষ্ঠান আমাকে সোনারগাঁয়ের আশারির চর মেঘনায় আলম মোস্তফা গ্রুপে আমার ডিউটি দেয়। চাকরিতে অন্তর্ভুক্ত হওয়ার আগে ওই প্রতিষ্ঠান অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি জামানত হিসেবে আমার কাছ থেকে নগদ ৩৫০০ টাকা এবং অফিসের ফরম ফিলাপের জন্য ৩৫০ টাকা গ্রহণ করে। ফরমের ৩৫০ টাকা ছাড়া বাকি টাকা রিটার্ন দেবে বলেছে। কোম্পানির একজন দালাল রয়েছে, যাহার নাম শামিম রেজা। তার কাছে আমি এসব নিজে জমা দেই। কোম্পানিতে যোগদান করার আগে বলেছে থাকা ফ্রি, খাওয়া নিজের, মাসে ৪দিন ছুটি, ওভার টাইমের সুবিধা রয়েছে, ডিউটি ৮ ঘণ্টা বললেও ১২ ঘণ্টা ডিউটি করতে হয়েছে, বেতন ১৪৫০০ টাকা। সুযোগ সুবিধার মধ্যে থাকা বাদে কোনো সুযোগ সুবিধাই পাইনি। জয়েন করার পর শুনি বেতন ১৪০০০ টাকা দিবে। আমি যেখানে ডিউটি করতাম ওইখান থেকে সেলিম নামে এক ভদ্রলোককে উঠিয়ে নিয়ে গেছে। তাকে কোনো বেতন ওভারটাইম দেয় নাই। তার দোকান বাকি ছিল ২১১০ টাকা, কোম্পানির দালাল সেলিম রেজা বলেছে লোকমান তুমি টাকাটা দিয়ে দাও আর বেতন আসলে আমি দিব। কিন্তু আমাকে কোনো টাকা দেয় নাই। আমি মে মাসের ১৩ তারিখ থেকে ডিউটি শুরু করেছি। আমার ফিঙ্গার আইডি নাম্বার: ৮৫০৭। মে মাসের ১৭ দিনের বেতন ওভারটাইম পাব। ওভারটাইম ৩টা শুক্রবার ৩৬ ঘণ্টা। আর ১৪ দিন প্রতিদিন ৪ ঘণ্টা করে ৫৬ ঘণ্টা ওভারটাইম। জুন মাসে বেতন দিয়েছে ১৪,৫০০ টাকার পরিবর্তে ৯,৪০০ টাকা। কোনো ওভার টাইম দেয় নাই। চার শুক্রবার ১২ ঘণ্টা করে ৪৮ ঘণ্টা, ২৬ দিন ডিউটি এবং ৪ ঘণ্টা করে ওভার টাইম ১০৪ ঘণ্টা। জুলাই মাসের ফুল বেতন এবং ওভারটাইম বাকি। আগস্ট মাসের ৯ দিনের বেতন পাব। দুই শুক্রবার ১২ ঘণ্টা করে ওভারটাইম এবং ৭ দিন ৪ ঘণ্টা করে ওভারটাইম ২৮ ঘণ্টা পাওনা রয়েছে। সর্বমোট ওই প্রতিষ্ঠান থেকে ৫২ হাজার ৪’শ ১৭ টাকা পাওনা রয়েছে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, আমি ওই কোম্পানিতে জমাকৃত আমার সমস্ত কাগজপত্র উদ্ধারসহ আমার পাওনা চাই। আর কারোর সাথে যাতে এমন প্রতারণা করতে না পারে সে জন্য আমি দালাল শামিম রেজার শাস্তি চাই।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম জানান, গতকাল বাদীকে নিয়ে আশারিরচর লায়ন সিকিউরিটির অফিসে গিয়েছিলাম। কর্তৃপক্ষের সাথে কথা বলে বাদীর পাওনা পরিশোধ করার জন্য বলে এসেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
২৭ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৮:৫৩